স্টার রিপোর্টার: চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন থেকে ৩ সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন মানবতার ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু ও নির্বাহী কমিটির সদস্য রউফুন নাহার রিনা। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, গত শনিবার মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের নিকট তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের বিষয়ে তারা বলেন, ব্যক্তিগত কারণে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেছেন। এখন থেকে মানবতা ফাউন্ডেশনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।