মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের মা বেগম বদরুন নেছার আশু রোগমুক্তি কামনায় জেলা বিএনপি নেতা আলহাজ আবুল হাশেমের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেল ৩টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে আলহাজ আবুল হাশেম খোকসা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ওই পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ আবুল হাশেমের সভাপতিত্বে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাও. হাসানুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক হাদিছুর রহমান। এর আগে বেগম বদরুন নেছার আশু রোগমুক্তি কামানায় ২ খতম কোরআন তেলাওয়াত করা হয়।
উল্লেখ্য, সাবেক এমপি মাসুদ অরুনের মা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।