ঝিনাইদহের বারবাজার থেকে গলায় গামছা পেঁচানো কিশোরের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মাঠের রাস্তার কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মুন্না হোসেন সে যশোর জেলার চৌগাছা উপজেলার জামরা গ্রামের খোকন হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ করতে যাওয়া শ্রমিকেরা লাশটি কালভার্টের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটির গলায় গামছা পেঁচানো আছে। দুর্বৃত্তরা অন্য জায়গা থেকে এনে এখানে হত্যা করে ফেলে রেখে গেছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।