স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের সুনির্দিষ্ট কার্যপরিধি প্রণয়ন ও তাদের পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রোববার এ রুল জারি করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির; রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
শিক্ষা সচিব, আইন সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যায় কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে হুমায়ুন সাংবাদিকদের বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরিবিধি ১৯৯৪ এবং সংশোধিত চাকরিবিধি ২০১৫ এর কোথাও উপাধ্যক্ষদের কাজের সুনির্দিষ্ট কার্য পরিধির উল্লেখ নেই। এছাড়া অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে উপাধ্যক্ষ্দের কোনো অগ্রাধিকার দেয়া হয় না।
“যে কারণে সংক্ষুব্ধ হয়ে বগুড়া কলেজের উপাধ্যক্ষ এ কে এম মাইন উদ্দিনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন উপাধ্যক্ষ হাই কোর্টে রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছে।”