স্টাফ রিপোর্টার: ত্রিদেশীয় সিরিজের দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি এ দল ঘোষণা করে। ১৬ সদস্যের এই দলে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান রাজু, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সানজামুল, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস ও শফিউল।
১৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার এ সিরিজ। সিরিজে অংশগ্রহণকারী তিন দলই রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ পাবেন। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম। যেখানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। এর পরের স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৪। তার মানে অষ্টম দল হিসেবে অংশ নেবে শ্রীলঙ্কা। পাশাপাশি ৫২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে দশম স্থানে।