স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি সৌম্য সরকার এবং তাসকিন আহমেদের। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে দল থেকে বাদ পড়েছেন সৌম্য এবং তাসকিন। এমনটিই বলছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ১৫ জানুয়ারি শ্রীলঙ্কা এবং জিম্বুয়ের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম দুই ওয়ানডের দলে জায়গা হয়নি সৌম্য এবং তাসকিনের।তাদের বাদ পড়া নিয়ে গতকাল রোববার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, সৌম্য সব ফর্মেটেই খেলে যাচ্ছে। ওর ট্যালেন্ট নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই। যেহেতু সে ধারাবাহিকতার মধ্যে নেই তাই আমরা ওকে ব্রেক দিয়েছি। আমাদের সিস্টেমের মধ্যেই আছে ও। সে আমাদের পুলভুক্ত খেলোয়াড়। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আশার বাণী শুনিয়ে বলেন, আমি আশাকরি সে আবার ফর্মে ফিরে আসবে এবং ধারাবাহিকতায় থাকবে তখন আবার বিবেচনা করা হবে। সৌম্যর মতো একই কারণে বাদ পড়েছেন তাসকিন। এমনটি জানিয়ে প্রধান নির্বাচক বলেন, তাসকিন আহমেদেরও ফর্মের একই অবস্থা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সে ফর্মে ছিলো না। সেই হিসেবে আমি মনে করি যে, ঘরোয়া লঙ্কার ভার্সন ক্রিকেটে ওর কিছু ম্যাচ খেলারও ব্যাপার আছে। সেই হিসেবে ওকে ব্রেক দেয়া হয়েছে।