স্টাফ রিপোর্টার: কয়েকদিনের ব্যবধানে দৈনিক মাথাভাঙ্গা দফতরের একটি মোবাইলফোনে দুটি এসএমএস তথা ক্ষুদ্রবার্তা এসেছে। বার্তা দুটি সু সংবাদ নয়, আতঙ্কের।
আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করার আগের দিনের ক্ষুদ্রবার্তায় ‘আমরা আওয়ামী লীগের চরমপন্থি বলে পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে খুনের হুমকি দেয়া হয়। বলা হয়, যদি মনোনয়ন পায় তা হলে যেকোনো হাইডিন স্থান থেকে গুলি করে খুন করা হবে। এর কয়েকদিনের মাথায় পৃথক ম্যাসেজে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, পৌর মেয়র, খুস্তার জামিল, আরেফিন রঞ্জু, চন্দন, নঈমসহ জিপু চৌধুরী, ওসি গাজীকে খুন করার হুমকি দেয়া হয়েছে।
হাজি আলী আজগর টগরের খুনের হুমকি দিয়ে ক্ষুদ্রবার্তা প্রেরণ করা নম্বরটি +১৬৪৭৭৬১১৭৪৭ এবং পূর্বা বাংলা পরিচয়ে একাধিক ক্ষুদ্রবাতায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যদের খুনের হুমকি দিয়ে ক্ষুদ্রবার্তা প্রেরণ করা নম্বরটি হলো ০১৮৫৩৮৭৭৩৬৯। ম্যাসেজে আপত্তিকর উক্তিও করা হয়েছে।