জীবননগর শাহাপুর ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক গাঁজা ফেরিওয়ালাকে আটক করেছে। গতকাল শনিবার বেলা দেড়টায় সন্তোষপুর মোড় থেকে ২শ গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে আটক শেষে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়নের দেহাটি মাঝেরপাড়ার মৃত মোদাচ্ছের হোসেনের ছেলে খসরুর রহমান টিপু (৫১) এলাকার চিহিৃত মাদকসেবী ও গাঁজা বিক্রেতা। সে গতকাল শনিবার বেলা দেড়টায় দর্শনা থেকে গাঁজা নিয়ে সন্তোষপুর মোড়ে অবস্থান করছিলো। গোপন এ তথ্য পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ ইনামুল হকের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই লিটন গাজী বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ রোববার আটককৃতকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হবে।