ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সেলিম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ত্রিবেনী খালের ভেতর থেকে একটি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে শৈলকুপা পুলিশ। ইজিবাইক চালক সেলিম পাশর্^বর্তী কুমারখালী থানার কুলসীবাসা গ্রামের যোয়াদ আলীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও অজ্ঞাত আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ইজিবাইক ছিনতায়ের ঘটনায় সেলিম খুন হতে পারে, আসামি শনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান।