প্রাক্তন ও নতুনদের মিলন মেলার মাধ্যমে শেষ হলো চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী উৎসব

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ৫০বছর পূর্তি উৎসব উদযাপনের স্মরণীকার মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী-২০১৮ এর স্মরণীকার মোড়ক উন্মোচন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় তিনি বলেন, বিদ্যালয়ের এ অনুষ্ঠানে এসে জানলাম বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস এলাকার বিভিন্ন পেশার মানুষের ত্যাগের ইতিহাস। মাথার ঘাম পায়ে ফেলে যারা এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করতে হবে এবং যারা জীবিত আছেন তাদের সম্মান করতে হবে। তাহলে এ ধরনের মহৎ কাজে সবাই এগিয়ে আসবে। এ বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছে যা এলাকাবাসী বা এ বিদ্যালয়ের জন্য সুনাম। এসময় তিনি বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের বড় ভাই ও বোনেরা তোমাদের মডেল ও অনুপ্রেরণা। তাদের অনুস্মরণ করলে তোমার বাংলাদেশের গর্বিত নাগরিক হতে পারবে। বাল্যবিয়ে এ পথের প্রধান বাধা। সমাজ থেকে বাল্যবিয়েকে প্রতিরোধ করতে হবে। মাদক ধ্বংস করে ব্যক্তি, পরিবার ও সমাজকে। এ জন্য মাদককে পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার সকাল ১০টায় শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, বেগমপুর সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা শেখ আব্দুল্লাহ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মালিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রবন্ধ পাঠ করেন ঝিনাইদহ জবেদা সারোয়ার কম্পিউটার ও বাণিজ্য কলেজের প্রভাষক ইব্রাহিম কুদ্দুস। বেগমপুর ইউপি সচিব আশরাফুল ইসলাম মাসুদ ও উদযাপন কমিটির সদস্য বিদ্যুতের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মাহামুদ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামীম কবির, কনসালটেন্ট গোলাম মোরশেদ ডালিম, রাজশাহী হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমারা যেখানে আছি এলাকার মানুষ কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসবেন, আমরা সাধ্যমত উপকার করার চেষ্টা করবো। ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান, সদস্য বাচ্চু মিয়া কবিতা, ছড়া ও গল্পের সাথে ৫০বছরের ৫০টি ব্যাচের ছাত্র-ছাত্রদের পরিচয় করানো হয়। এসময় মুহুর্মুহু করতালিতে নব উদ্যোমে ও উচ্ছ্বাসে মেতে ওঠে উপস্থিত সকলে। শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।