স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের তৃতীয় তলার ৫ হাজার বর্গফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র অর্থায়নে আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের তৃতীয় তলার নির্মাণ কার্যক্রম গত নভেম্বর মাসে শুরু হয়। যা ছাদ ঢালাইয়ের মধ্যদিয়ে আরও একধাপ এগিয়ে গেলো।’
এসময় জেলা আইনজীবী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসম আব্দুর রউফ, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, আবুল বাশার, বেলাল হোসেন, মঞ্জুর হোসেন, আব্দুল মালেক, তালিম হোসেন, আবু তালেব বিশ্বাস, একলাছুর রহমান কাজল, আতিয়ার রহমান, আসাদুজ্জামান আসাদ ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনায় অ্যাড. মোসলেম উদ্দিন বলেন, ‘জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি।’