মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দর্শকের সারিতে থাকবেন, তবে গ্রুপ নির্ধারণে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন পেলে। ব্রাজিলের ফুটবল-কিংবদন্তির আশঙ্কা, তার ‘হাত ধরে’ কঠিন গ্রুপে পড়ে যেতে পারে বিশ্বকাপের আয়োজক তার স্বদেশ। আজ শুক্রবার সাও পাওলোতে হতে যাওয়া এ অনুষ্ঠানে নিজের ‘নিষ্ক্রিয়’ ভূমিকা প্রসঙ্গে পেলে বলেন, (ব্রাজিলের) প্রেসিডেন্ট দিলমা রৌসেফ আমাকে বলেছিলেন, পট থেকে বল তোলার সময় আমি যেন ব্রাজিলের প্রতিনিধিত্ব করি। বল তোলার কাজটা এর আগে আমি অনেকবার করেছি। এ প্রস্তাব ফিরিয়ে দেয়াই সঠিক বলে মনে করছি। কারণ বল তোলার এ কাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা ব্রাজিলের অনুকূলে না-ও আসতে পারে। তিনটি বিশ্বকাপজয়ী পেলে অবশ্য জানিয়েছেন, বল না তুললেও বাকি সবকিছুই সাগ্রহে করবেন। তিনি বলেন, অনুষ্ঠানে আমি অবশ্যই থাকবো। সাক্ষাৎকার দেবো, বিদেশ থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানাবো এবং প্রেসিডেন্ট দিলমার প্রতিনিধি হিসেবে প্রয়োজনে সবকিছুই করবো।