ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক উপকেন্দ্র থেকে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত কয়েকদিনে কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫টি গাছ। নিয়ম বহির্ভূতভাবে গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র। এ কেন্দ্রটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক গাছ। কেন্দ্রটির দায়িত্বরত কর্মকর্তা (টিভি প্রকৌশলী চলতি দায়িত্ব) দিপক কুমার মালাকারের বিরুদ্ধে গত কয়েকদিনে ইচ্ছামত কেন্দ্রটির মূল্যবান গাছ কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে। মেহগনি, আম, কাঠাল, দেবদারুসহ ছোট-বড় প্রায় ২৫টি গাছ কাটা হয়েছে। কোনোটি কাটা হয়েছে অর্ধেক, কোনোটির ডাল কাটা হয়েছে আবার কোনোটি সমূলে কাটা হয়েছে। অপকর্ম ঢাকার জন্য সমূলে কাটা গাছ পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে এসব গাছ তিনি বিভিন্ন কৌশলে বাইরে বিক্রি করেন। গাছ কাটারত অবস্থায় শ্রমিক কুদ্দুস হোসেন বলেন, স্যারের নির্দেশে গাছগুলো কাটছি। স্যার’ই আমাকে গাছগুলো কাটতে বলেছেন। উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী আক্কাস আলী বললেন, কারেন্টের তারের জন্য স্যার গাছের ডালগুলো কাটতে বলেছেন। তিনি বলেন, গাছ যারা কাটছে তাদের সাথে নাকি স্যারের কথা হয়েছে। সহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে বিষয়টি নিয়ে ইনচার্জ স্যার ডিল করছেন। স্যার ঢাকায় আছেন। স্যার আসলে কথা বলতে পারেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই (টিভি প্রকৌশলী চলতি দায়িত্ব) দিপক কুমার মালাকার মোবাইলফোনে গাছ কাটার কথা স্বীকার করলেও গাছ বিক্রির কথা অস্বীকার করে নানান যুক্তি দেখান। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও সরকারি গাছ এভাবে কাটার কোনো নিয়ম নেই। যদি অবৈধভাবে গাছগুলো কাটা হয় তবে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সরকারি অফিসের গাছ অবৈধভাবে যে কর্মকর্তা কেটেছেন তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।