ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৪৭তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আসগর আলী, বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ ও ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। অনুষ্ঠানে আলোচনাসভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।