মাথাভাঙ্গা মনিটর: অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড রয়েছে সমান লড়াইয়ে। টসে জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৩ রান করে দিন শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৪৮ ও ব্র্যাড হ্যাডিন অপরাজিত আছেন ৭ রান করে। এর আগে ওপেনার ক্রিস রজার্স, শেন ওয়াটসন ও জর্জ বেইলি করের ফিফটি। দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে ডেভিড ওয়ার্নার ফিরে গেলে দ্বিতীয় উইকেটজুটিতে ১২১ রানের বড় পার্টনারশিপ গড়েন ক্রিস রজার্স ও শেন ওয়াটসন। তবে দলীয় দেড়শ রানের পর অসি ব্যাটসম্যানদের ওপর দিয়ে একটা ছোটখাটো ঝড় বইয়ে যায়। ১৫৫ রানের মাথায় এক ওভারের ব্যবধানে ফিরে ওয়াটসন (৫১) ও রজার্স (৭২)। ২ রানের মধ্যে দলীয় ১৭৪ রানের মাথায় চতুর্থ উইকেট হিসেবে ডেভিড স্মিথ মন্টি পানসরের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেলে বেশ চাপে পড়ে স্বাগতিকরা। তবে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির পঞ্চম উইকেটজুটির ৩ রানের পার্টনারশিপ আবওর পথ দেয়ায় অসিদের। শেষ পর্যন্ত বেইলি ৫৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে ফিরে গেলেও ৪৮ রানে অপরাজিত আছেন ক্লার্ক।