মাথাভাঙ্গা মনিটর: টুর্নামেন্ট চলা অবস্থায় ধসে পড়ে স্টেডিয়ামের দেয়াল। ফুটবল মাঠে এমন দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক দর্শক। ঘটনাটি ঘটেছে কুয়েতের শেখ জাবের আল আহমেদ স্টেডিয়ামে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গালফ কাপ ফুটবলের ফাইনালের খেলা শেষে দর্শকরা স্টেডিয়াম ত্যাগ করছিলেন। সেই মুহূর্তে হঠাৎই স্টেডিয়ামের কাচের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন ফুটবলপ্রেমী দর্শক। কুয়েত ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে কেউ গুরুতর আহত হয়নি। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য দুর্ঘটনার আগেই ম্যাচ জিতে নিয়েছে ওমান। আরব আমিরাকে পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে হারিয়ে গালফ কাপের ২৩তম আসরের ট্রফি জিতে নেন ওমান।