আন্তঃজেলা ডাকাত ও মোটরসাইকেল ছিনতাইচক্রের সদস্য বোমারু মায়া গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আন্তঃজেলা ডাকাত ও মোটরসাইকেল ছিনতাইচক্রের সদস্য বোমারু রাকিবুল ওরফে মায়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মায়াকে তার নিজ গ্রাম ছত্রপাড়া এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এএসআই সুজন আলি খান বোমারু রাকিবুলকে (২৪) নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার ছত্রপাড়া গ্রামের মিলন হোসেনের ছেলে। গত ২০১৬ সালের ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাকিবুলকে আটকের পর তার স্বীকারোক্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জীবনের বাড়ি থেকে পুলিশ ৫টি বোমা উদ্ধার করে। ওই মামলার আসামি রাকিবুল ইসলাম মায়া।
রাকিবুল ওরফে মায়া আন্তঃজেলা ডাকাতদল ও মোটরসাইকেল ছিনতাইচক্রের সক্রীয় সদস্য বলে পুলিশ দাবি করেছে। এলাকায় বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার হোতা বলে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।