কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জে কলেজ পড়ুয়া ২ ছাত্রকে পুলিশ পরিচয় দিয়ে মোবাইল নিয়ে যায় ছিনতাইকারী। দুই বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের ভেতরে মোটরসাইকেলে দুজন লোক এসে তাদের বলে এই দাড়াও। হঠাত থমকে যায় বাইসাইকেল চালায়ে আসা ছেলে দুটি। মোটরসাইকেলে আসা ওই দুই ব্যক্তির কাছে রিভলবার এবং হ্যান্ডক্যাপ থাকায় পুলিশের লোক মনে করে তারা। ওই দু’ব্যক্তি জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়? তোমরা মোবাইলফোনে একটা মেয়েকে প্রতিনিয়ত হুমকি দাও কেন? দেখি তোমাদের মোবাইল কল লিস্ট চেক করবো। সরল মনে তারা মোবাইল দুটি দিয়ে দেয় । পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তি মোবাইল দুটি নিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে তোমরা আমাদের সাথে আসো মেয়ের বাড়ি যেতে হবে। বলেই তারা মোটরসাইকেলে চলে যাই। ওই ছাত্র তাদের পেছনে গিয়েও কোনো সন্ধান পাইনি। ভুক্তভুগি পাড়ার রমেশ দাসের ছেলে সজিব দাস (১৮) ও নিশ্চিন্তপুরে মনোরঞ্জন বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (১৮)। সজিব দাস ও শান্ত বিশ্বাস দু’জনেই মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান খান জানান, বিষয়টি আমার কাছে এখনো কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।