ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে মাটিকুমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউনিযন যুবলীগের সভাপতি রাজিব শেখ। বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিছুর রহমান, সাবেক মেম্বার আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, যুবলীগ নেতা বাবুল ম-ল, আল-আমীন, বসির শেখ, হানিফ প্রমুখ। অনষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শুকুর আলী। অনষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৫নং ওয়ার্ড মাটিকুমরা যুবলীগের সভাপতি নির্বাচিত হয় কামাল হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক কলম আলীর নাম ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন।