কুষ্টিয়া প্রতিনিধি: নিখোঁজের ৮দিন পর উদ্ধার হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার অটোচালক শেরেকুলের বস্তাবন্দী গলিত লাশ। পরিবারের সদস্যরা নিহত শেরেকুলের পোশাক দেখে তাকে শনাক্ত করে। সে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ভেড়ামারার পরিচিত মুখ অটোচালক। গতকাল শুক্রবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাড়িতে থেকে বের হয়ে কয়েকজন যাত্রী নিয়ে রাজশাহী বাঘা’র উদ্দেশে রওনা দেয় শেরেকুল। পরদিন শুক্রবার মোবাইল ফোনে কথা হয় তার বাবার সাথে। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরদিন ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করে শেরেকুলের পরিবার। গত ২ জানুয়ারি অটোচালক এবং ধরমপুর ইউনিয়নবাসী শেরেকুলকে জীবিত উদ্ধারের দাবি জানিয়ে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। গত বুধবার ফরিদপুর কুমার নদে অর্ধগলিত অবস্থায় গলায় গামছা পেঁচানো বস্তাবন্দী লাশ উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ। ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় গতপরশু বৃহস্পতিবার পোশাক দেখে শেরেকুলের পরিবার নিহতকে শনাক্ত করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেরেকুলের সাথে সর্বশেষ কথা হয় তার বাবার ২৯ ডিসেম্বর। এরপর থেকেই তার মোবাইল বন্ধ হয়ে যায়। রাজশাহীর মাছপাড়া এলাকায় তার মোবাইল পড়ে ছিলো। সেখান থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে তার মৃতদেহ উদ্ধার হয় ফরিদপুর থেকে। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।