দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বর্তমান সরকারের ৪ বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় হাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে হাউলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নূর ইসলাম মেম্বার, যুগ্মসম্পাদক শাহজামাল হোসেন মেম্বার, ইউপি সদস্য রিকাত আলী, আ.লীগ নেতা আকবার বিশ্বাস, গাজী দাউদ আলী, সেলিম উদ্দীন, সিরাজ থাকছার, বাবলু মিয়া, কামাল হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সহসভাপতি জিল্লুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কৃষকলীগের সকল নেতাকর্মী এমপি আলী আজগার টগরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।