প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওদের অনশন স্থগিত

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে এ আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকেরা গত রোববার থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার ছিলো আমরণ অনশন কর্মসূচির ৬ষ্ঠ দিন।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছিলেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। গতকাল তাদের সেই দাবি পূরণ হলো।

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় বলেন, আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছি। আমরা আশা করছি এ মাসের মধ্যেই এমপিওভুক্তির বিষয়ে কাজ শুরু হবে। শিক্ষকেরা বলেন, রোববার থেকে তারা ক্লাসে ফিরে যাবেন। এদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে এমপিওভুক্তির সিদ্ধান্ত আসায় চুয়াডাঙ্গা জেলার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক নেতা মো. নুরুজ্জামান ও আবু সালেহ।