দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের পিতা সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেরুজ বাজারমাঠে ফাইনালে পৌরসভার ৬নং ওয়ার্ড একাদশকে ৩ উইকেটে হারিয়ে ৪নং ওয়ার্ড একাদশ জয়লাভ করেছে।খেলাটি পরিচালনা করেন বাবু। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর মনির সরদার, মঈনুদ্দিন মন্টু, চান্দু মাস্টার, জাহানার খাতুন, সুরাতন নেছা প্রমুখ।