কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন এলজিইডির মহাপরিচালক আইএসইডি সিদ্দিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ঠাকুরপুর বাজারে তাকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ ইনামুল করিম ইনু। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সহ নির্বাহী প্রকৌশলী রফিকুর রহমান খাঁন, উপজেলা সহকারী প্রকৌশলী খালিদ হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন আ,লীগ নেতা সরোয়ার হোসেন, শিক্ষক হাসমত আলী, ইউপি সদস্য আ. হাকিম, শিক্ষক শরিফ উদ্দীন, যুবলীগ নেতা বিপু, নাজমুল ইসলাম প্রমুখ।