স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৪৭তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাপনী দিনে দিনব্যাপী অ্যাথেলেটিক্স প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়–হুদা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার দীনেশ কুমার পাল, পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি ইন্সপেক্টর বিশারুল ইসলাম ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্য শেষে ৩৬ টি ইভেন্টে বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে অতিথীবৃন্দ পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বালক-বালিকাদের ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টন একক-দ্বৈত,দড়িলাফ সহ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ণ ও রানার আপ এবং দলীয় ইভেন্টে শুধুমাত্র চ্যাম্পিয়ন দল খুলনা উপ-অঞ্চল পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ লাভ করবে।