কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তে চোরাচালান, নারী, শিশু ও মাদকপাচার রোধে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরপুর বাজার প্রাঙ্গণে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঠাকুরপুর বিজিবির আয়োজনে এ অনুষ্ঠান হয়। ঠাকুরপুর বিজিবির নায়েক সুবেদার আ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শাহ ইনামুল করিম ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সরোয়ার হোসেন, শিক্ষক হাসমত আলী, আ. হাকিম মেম্বার, শিক্ষক শরিফ উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপু, নাজমুল প্রমুখ।