স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের অদূরবর্তী বিদ্যুত মিটার কক্ষের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে কয়েকজন পুলিশে খবর দেয়।
স্থানীয়রা বলেছেন, হাসাতালের ওয়ার্ডে কর্মরত মর্জিনা খাতুন তার শিশুসন্তানকে সাথে নিয়ে কাগজসহ এটা-ওটা কুড়োনোর জন্য মিটার রুমের নিকট জান। শিশু ছেলে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দেখে মাকে দেখায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এক রোগী নিয়ে জরুরি বিভাগের সামনে হাজির হন। কাশেম নামের একজন বোমা সাদৃশ্য বস্তটি দেখে সকলকে সতর্ক করেন। হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। খবর দেয়া হয় পুলিশে। সদর থানার এসআই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেন।