পৃথক সড়কে দুটি আলমসাধু দুর্ঘটনায় এক চালকসহ আহত ৩

 

স্টাফ রিপোটার: পৃথক স্থানে দুটি আলমসাধু দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- মেহেরপুর পিরোজপুরের মৃত তাজাজ উদ্দীনের ছেলে আলমসাধুচালক রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা গোকুলখালীর বাবুলের ছেলে মামুন (২৮) ও ঢাকার ফিরোজ মজিদ জুট মিলের ক্রয় প্রতিনিধি আবুল কাশেম (৬০)।

আবুল কাশেম গতকাল ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে একটি করিমনযোগে রওনা হন। সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটির অদূরে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। কাশেমের পা গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুরের অদূরে পাউয়ারটিলারের সাথে সংঘর্ষে আহত হন আলমসাধুচালক রফিকুল ও যাত্রী মামুন। এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।