গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী (৬৬) আর নেই। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের সিসিইউ ইউনিটে গত ২৪ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে হেমায়েতপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে গ্রাম্য করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার আগে গাংনী থানা পুলিশের একটি দল এই বিদায়ী বীরের গার্ড অব অনার প্রদান করেন। তার কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, রাইপুর ইউপি সাবেক কমান্ডার মিজানুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকেন্দার আলী।