মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর বাসস্ট্যান্ডে ধুমপান বিরোধী মোবাইলকোর্ট অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম অত্র মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রকাশ্য ধুমপান করার অপরাধে তামাক নিয়ন্ত্রণ আইনে দুজনকে ৫০ টাকা করে জরিমানা করেন একই সাথে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুজনকে ২শ’ টাকা করে জরিমানা করে। মোবাইলকোর্টে তামাক বিরোধী জোটের সদস্য আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান উপস্থিত ছিলেন।