ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের বিভিন্ন ছাত্রাবাসের রাঁধুনীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, জেলা পরিবেশক সমিতির সভাপতি ওয়ালিদ হাসান সিপার, কবি সুমন সিকদার, প্রতিভাস’র উপদেষ্টা শামীম আহম্মেদ। পরে শহরের বিভিন্ন ছাত্রাবাসের ১৭০জন রাঁধুনীদের মাঝে কম্বল ও ক্রিম বিতরণ করা হয়।