সরোজগঞ্জ এলাকার সেই ছিচকে চোর মিঠু পিনারু এবার চুয়াডাঙ্গা শহরে হাতে নাতে পাকড়াও : পুলিশে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: সরোজগঞ্জ এলাকার চিহ্নিত ছিঁচকে চোর, চোখে মুখে মিথ্যা বলায় পারদর্শী সেই মিঠু পিনারু এবার চুয়াডাঙ্গা জেলা শহরে চুরির সময় হাতে নাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরের একটি হোটেলের ক্যাশবাক্স থেকে টাকা চুরির সময় হাতে নাতে ধরা পড়ে। এর আগে শনিবার রাতে একই হোটেল থেকে একই কৌশলে ওই একই ব্যক্তি মোবাইলফোন চুরি করে সটকায়।
ক্যাশবাক্স থেকে টাকা চুরির সময় হাতে নাতে ধরা পড়া মিঠু পিনারু নিজেকে দর্শনা দক্ষিণ চাঁদপুরের অনন্ত পিনারুর ছেলে বলে পরিচয় দিয়ে বলে, সরোজগঞ্জের চ-িপুরের দাস পরিবারে বিয়ে করে সেখানেই বসবাস করি। সরোজগঞ্জের নোভা শো-রুমে চাকরি করতো বলেও জানিয়েছে সে। গতরাতে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরের হোটেল শিমরানের টাকা চুরির সময় হাতে নাতে ধরে পুলিশে দেয়া হয়। এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে হোটেল কর্মচারিরা বলেন, গত ৩১ ডিসেম্বার রাতে হোটেলের ক্যাশ বাক্সের কাছের টেবিলে বসে খাওয়ার সময় সুুযোগ বুঝে মোবাইলফোন চুরি করে সটকায় ওই ব্যক্তি। আবারও একই কৌশলে একই টেবিলে বসে ভাত দেয়ার জন্য বলে। তখন ক্যাশ বাক্সের নিকট কেউ না থাকলেও দূরে দাঁড়িয়ে ওর ওপর নজর রাখা হয়। একজন ভাত আনতে গেলে ওই ব্যক্তি ক্যাশবাক্সে হাত ঢুকিয়ে দেয়। সাথে সাথে তাকে ধরা হয়। ধরার সময় ওর কাছে পাওয়া যায় গত শনিবার রাতে চুরি হওয়া সেই মোবাইলফোন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে থানা কাস্টডিতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তার নিকট থেকে স্ত্রীর মোবাইলফোন নম্বর নিয়ে তার সম্পর্কে জানতে চায় পুলিশ। এ সময় মিঠু পিনারুর স্ত্রী বলেন, ওর উৎপাতে অতিষ্ঠ হয়ে অনেক আগেই ওকে ছেড়ে দিয়েছি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তোজাম্মেল হক জানান, মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। মিঠু এলাকার চিহ্নিত ছিঁচকে চোর।