চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় হোটেল ব্যবসায়ী ইছা আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পাখিভ্যানের সাথে আলমসাধুর ধাক্কায় রেল সেটশন এলাকার হোটেল ব্যবসায়ী ইছাহাক আলী গুরুতর আহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ার আব্দুল বাতেনের ছেলে। গতকাল মঙ্গলবার আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকার হোটেল ব্যবসায়ী ইছাহাক আলী (৪৭) পাখিভ্যানে চড়ে বাড়ি থেকে হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল স্টেশনের সামনে পৌঁছুলে পেছন থেকে একটি আলমসাধু পাখিভ্যানকে ধাক্কা দিলে তিনি পাকা সড়কে আছড়ে পড়ে রক্তাক্ত আহত হন। স্থানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।