জীবননগর ব্যুরো: গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ওরফে ডেও হাসানের ওপর ককটেল চার্জ করা হয়েছে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ছাত্রলীগের এ নেতা।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা জানান, জীবননগর ডাঙ্গাপাড়ার পানব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ওরফে ডেও হাসান গতকাল রাতে জীবননগর থানা মোড়ের একটি দোকানের সামনে বসে ছিলেন। হঠাত অন্ধকারের মধ্য থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পাশে পড়ে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।