মাথাভাঙ্গা মনিটর: ইংরেজি নববর্ষের প্রথম দিনে সময়ের সেরা দুই ফুটবলার হাজির হন। এর মধ্যে ২০১৭ সালে বিভিন্নভাবে জেতা ১৫টি ট্রফি প্রদর্শন করেন রিয়াল মাদ্রিদে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সদ্য বিদায়ী বছরে মেসির সমান পঞ্চমবারের মতো ব্যালন ডি অ’র জিতেন রোনালদো। ব্যালন ডি অ’র ছাড়াও গত বছরে তিনি বিভিন্নবাবে জিতেছেন ১৫টি অ্যাওয়ার্ড। সেসব নিয়েই নিজ দেশ পর্তুগালে হাজির হন বছরের প্রথম দিনে। আর স্ত্রী আন্তানেল্লা রোকুজ্জোর সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটানোর একটি ছবি পোস্ট করেছেন। মেসি-রোকুজ্জো জুটি দুটি ছেলে সন্তান রয়েছে। এখন রোকুজ্জো তৃতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। মেসি এখনো বার্সেলোনার সেরা ফুটবলার। যাকে বলা হয় ভিনগ্রহের ফুটবলার। মেসি চলতি মৌসুমে ২৯ ম্যাচ খেলে করেছেন ২২ গোল।