ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাধুহাটি ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিব শেখ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাধুহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক লিটন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, যুবলীগ নেতা বাবুল ম-ল, আল আমীন, বসির শেখ প্রমুখ। অনষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শুকুর আলী। অনষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয় আফান উদ্দীন, সাধারণ সম্পাদক সাহাবুল আলম, সাংগঠনিক সম্পাদক অনক বিশ্বাস নাম ঘোষণা করে ৫১সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করেন।