মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করতে হবে

চুয়াডাঙ্গায় কৃষিতে রাসায়নিকের ব্যবহার এবং মানবদেহে এর ক্ষতিকর প্রভাব শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কৃষিতে রাসায়নিকের ব্যবহার এবং মানবদেহের ক্ষতিকর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী।
সেমিনারে প্রোজেক্টরের মাধ্যমে কীটনাশকের ব্যবহারের কারণে মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন রোগ-ব্যাধি সম্পর্কে ধারণা দেয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা কীটনাশক ব্যবহারে মানবদেহের ক্ষতিকর দিক তুলে ধরেন। সেমিনারে জেলা প্রশাসক বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করতে হবে। কারণ অতিরিক্ত কীটনাশকের ব্যবহার মানবদেহের নানা রোগ সৃষ্টি করে। কীটনাশক ব্যবহারের ৭-১০ দিন পর ফসল বাজারজাত করতে হবে। এতে মানবদেহের ক্ষতি কিছুটা হ্রাস পাবে। কীটনাশক ব্যবহারে ক্ষতিকর দিকগুলো সম্পর্কে কৃষকদের ধারণা দেয়ার মাধ্যমে তাদের সচেতন করা সম্ভব। তাই কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরকে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সদর উপজেলার কীটনাশক ও সারের ডিলারসহ কৃষকরা উপস্থিত ছিলেন।