আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪জনকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মুরগি বাজারের মৃত লতিফ মোল্লার ছেলে আজিবার রহমান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। গতকাল সোমবার সন্ধ্যার পর ইয়াবা বিক্রিকালে তাকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও গোবিন্দপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে স্বপন আলী ও আজিজুল হকের ছেলে রায়হানকে ৪০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। তারা দুজন মিলে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা ও সেবন করে আসছিলো। আলমডাঙ্গা শাদাব্রিজ ক্যানেলপাড়ার এক সময়ের মাদক স¤্রাট লাল্টুকেও আটক করে পুলিশ। আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এএসআই হামিদ, এএসআই মোস্তফা, এএসআই নাজমুলসহ বেশ কয়েকজন অফিসার এ অভিযানে অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে।
ছবি: আটক ৪ মাদক ব্যবসায়ী।