আলমডাঙ্গা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

আলমডাঙ্গা ব্যুরো: পদমর্যাদা, টেকনিক্যাল বেতন স্কেলসহ চার দফা দাবিতে আলমডাঙ্গা স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। গত রোববার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। বাংলাদেশ হেল্থ অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করছেন তারা। স্বাস্থ্য সহকারীরা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেয়। ঘোষণার পরেও দাবিসমূহের বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এ কারণে উপজেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘিœত হচ্ছে। আলমডাঙ্গা উপজেলা হেল্থ অ্যাসোসিয়েশন শাখার সভাপতি আনিসুজ্জামান মল্লিকের সভাপতিত্বে ও সম্পাদক বিপ্লব শেখের উপস্থাপনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আব্দুল্লা আল রনি, হামজারুল, হাকিমা খাতুন, আফরোজা খাতুন, সোহেলী সোনীয়া, নার্গিস আক্তার, তপতী রানী, আব্দুল মান্নান, রুহুল আমীন, আব্দুস সামাদ, মোস্তাফিজুর রহমান, সোহাগ হোসেন, ওহিদুজ্জামানসহ উপজেলার ৪০জন স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন। এসময় উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন।