জীবননগর হাবিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ও শিক্ষিকা শিউলীর স্কুলে যোগদানের খবরে গ্রামবাসীর ঝাড়ু মিছিল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বহুল আলোচিত হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পাল ও সহকারী শিক্ষিকা শিউলীর মধ্যে অনৈতিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবিতে আন্দোলনরত এলাকাবাসী গতকাল সোমবার স্কুলের সামনে ঝাড়ু মিছিল করেছে। অভিযুক্ত শিক্ষকদ্বয় বিদ্যালয়ে আসছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী এ ঝাড়– মিছিল করে বলে জানা গেছে।
প্রধান শিক্ষক তাপস কুমার পাল ও সহকারী শিক্ষিকা শিউলী খাতুনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এলাকাবাসী তাদেরকে বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে আন্দোলনে নামে। স্কুলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দিয়ে মানববন্ধন ও ক্লাস বর্জন করে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সংশ্লিষ্ট দফতরে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রধান শিক্ষক তাপস কুমার পাল দীর্ঘদিন স্কুলে না গেলেও সহকারী শিক্ষীকা শিউলী খাতুন গত ২১ ডিসেম্বর স্কুলে যোগদান করেন। তারপর আর তিনি স্কুলে যায়নি। এ অবস্থায় এলাকাবাসী সংবাদ পায় গতকাল সোমবার প্রধান শিক্ষক তাপস ও সহকারী শিক্ষিকা শিউলী স্কুলে আসছেন। সংবাদ শুনে তাদেরকে প্রতিহত করতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ লাঠি ও ঝাড়ু নিয়ে মিছিল করেন এবং সড়কের ওপর অবস্থান গ্রহণ করেন বলে এলাকাসূত্রে জানা গেছে।