ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আজিবার রহমান সিজার, সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি, সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক খুরশীদ আলম, দফতর সম্পাদক ইমদাদুল হক ইমন, ক্যাশিয়ার আরিফুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গার জামজামিতে বর্ষবরণ ও হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া
জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে বর্ষবরণ শুভেচ্ছাসভা ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা (ওসি) তদন্ত মো. লুৎফুল কবীর। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আহসান মৃধা, জামজামি ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামজামি মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন শাহ, আলমডাঙ্গা থানা উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন শাহ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, বকুল হোসেন, শুকুর আলী, মুরাদ আলী, হায়দার আলী, শরিফ উদ্দিন লস্কর, ইজাল উদ্দিন, কুরবান আলী, মোকাদ্দেস ফকির, মামুদ আলী, যুবলীগ নেতা মিলন আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহেদ আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।