স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উইকেট নিয়ে মন্তব্য করায় তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের উইকেট এবং কিউরেটর নিয়ে বাজে মন্তব্য করায় শৃঙ্খলা ভঙ্গের কারণে আর্থিক জারিমান গুনতে হচ্ছে দেশ সেরা এই ওপেনারকে। এ সম্পর্কে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের কথাবার্তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর।’ বিপিএলের ঢাকা পর্বে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলায় উইকেট খুবই স্লো ছিলো। খেলা শেষে উইকেট নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফির চেয়ে বেশি আক্রমণাত্নক ছিলেন তামিম। শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশ সেরা এই ওপেনারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো বিসিবি। বিসিবির কাঠগড়ায় দাঁড়িয়ে ভবিষ্যতে আরো সতর্ক হয়ে কথা বলার আশ্বাস দিয়েছিলেন তামিম। তারপরও বিসিবির শৃঙ্খলা কমিটি তামিমকে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করে। বিসিবির একটি সূত্রে জানাযায়, এই জরিমানার মূল কারণ হল ভবিষ্যতে এরকম বক্তব্য দেয়ার ব্যাপারে অন্যরা যাতে সতর্ক হয়।