বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার আঠারোখাদার কিশোর টুটুল গ্রামের এক স্কুলছাত্রীকে উধাও হয়েছে। গতকাল সোমবার সকালে আঠারখাদা উত্তরপাড়ার মৃত মোকাম হোসেনের ছেলে টুটুল একই গ্রামের ৭ম শ্রেণির স্কুলছাত্রী সুইটিকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে। এ নিয়ে গ্রামে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত থানায় গড়িয়েছে।
সুইটির পরিবার জানায়, সকালে নতুন বই আনার উদ্দেশে স্কুলে যায় সুইট। দুপুর গড়িয়ে বিকেলে পর্যন্ত সুইটি বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারে সে স্কুলে যায়নি। এরপর সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়।
পরে একটি সূত্রের মাধ্যমে জানতে পারে গ্রামে উত্তরপাড়ার মৃত মোকাম হোসেনের ছেলে টুটুল সুইটিকে রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে দু’পরিবারের মধ্যে আলোচনা করে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। সন্ধ্যায় সুইটির মামা রবিউল ইসলাম বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।