রাজিব আহমেদের ৩৮তম জন্মবার্ষিকী আজ

 

স্টাফ রিপোর্টার: আজ ৬ ডিসেম্বর চুয়াডাঙ্গার আঞ্চলিক ইতিহাস গবেষক রাজিব আহমেদের ৩৮তম জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের এ দিনে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন- যে বাড়িতে জন্মেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। জীবন-ঘনিষ্ঠ সব্যসাচী লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বিপণন ও পেশা বিষয়ক দশটি বহুল আলোচিত ও চাহিদাপূর্ণ বইয়ের লেখক। এছাড়া আত্মউন্নয়নে প্রেরণাদায়ক বই ‘জীবন জয়ের জাদু’ লিখে বহু পাঠকের উষ্ণ অভিনন্দন লাভ করেছেন। চারটি বহুজাতিক কোম্পানিতে সুদীর্ঘ দশ বছরের কর্মজীবন স্বেচ্ছায় ত্যাগ করে বর্তমানে মুক্ত বিক্রয় প্রশিক্ষক হিসেবে জয় করে চলেছেন অসংখ্য তরুণ শিক্ষার্থী ও দর্শক-শ্রোতার হৃদয়! তিনি ভালোবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে। ভ্রমণ করেছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মিসরসহ ১২টি দেশ। লেখালেখি তার নেশা; প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫০। জন্মবার্ষিকীতে দৈনিক মাথাভাঙ্গা পরিবার তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে।