আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে গাংনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান ও অফিস সহকারী আলমডাঙ্গার খাদিমপুর মাঠপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ। গতকাল শনিবার আহতাবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে মিজানুর রহমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান (৪৫) ও অফিস সহকারী আবুল কালাম আজাদ (৩০) মোইরসাইকেলযোগে তাদের কর্মস্থল আসমানখালী যাচ্ছিলেন। পথিমধ্যে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের ছোট গাংনীর মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পান বোঝায় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আবুল কালাম আজাদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিজানুর রহমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলা শহরের মাস্টারপাড়ার মৃত ওয়াকিলুর রহমানের ছেলে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসিম উদ্দীন, এনডিসি সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারসহ আরও অনেকে।