পেয়ারাতলায় দোকান ভাঙচুর : স্বামী-স্ত্রীসহ আহত ৩
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুরে নির্বাচনী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির প্রার্থীর পক্ষে ভোট করার কারণে গতকাল শুক্রবার উপজেলার ধোপাখালীতে স্বামী-স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। উপজেলার পেয়ারাতলায় দোকান ভাঙচুর করার পর কিছু মালামাল তছরুপ করা হয়েছে। আহতদের মধ্যে মিজানুর রহমান (৪০) ও তার স্ত্রী শহিদা খাতুনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিজয়ী নৌকা প্রার্থীর পক্ষের কর্মী সমর্থক আক্রোশে এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
উপজেলার ধোপাখালী গ্রামের মিজানুর রহমান বিএনপির একজন কর্মী। তিনি নির্বাচনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান ওরফে কামরুলের পক্ষে ভোট করেন। কামরুলের পক্ষে ভোট করায় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর কয়েকজন কর্মী সমর্থক হামলা চালিয়ে মিজানুর রহমান ও তার স্ত্রীকে মারপিট করে আহত করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৭ ওয়ার্ডের বাদশাকেও হুমকি ও মারপিট করা হয়েছে। এছাড়াও পেয়ারাতলার কুদ্দুছ কাজির ছেলে বিএনপি কর্মী হান্নান কাজির দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় দোকানের কিছু মালামাল তছরুপ করা হয়েছে বলে অভিযোগ করেন দোকানি।