-আহাদ আলী মোল্লা
চালের বাজার কাদের হাতে
জানি রে ভাই জানি,
কারা এমন দফায় দফায়
বাড়ায় পেরেশানিÑ
সবাই জানি সবাই বুঝি
বললে আরো সোজাসুজি
আমজনতা বোঝে;
কিন্তু তাদের দোষ-ত্রুটি
কে কবে আর খোঁজে।
ওদের থলেয় বিড়াল আছে
ডাকে সে ম্যাও ম্যাও;
পারলে আজই ওই বেটাদের
বিড়াল ধরে দাও।
তবেই বাজার শান্ত হবে
কমবে চালের দাম
এখন না হয় থাম।
সূত্র:(চাল সংগ্রহ নিয়ে ফের বিপাকে সরকার)