দেশি টুকরো

৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে বহিষ্কার ১৫

স্টাফ রিপোর্টার: সারাদেশে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৩ শতাংশ। মোবাইল ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের কারণে মোট ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এই পরীক্ষায় পরীক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং শিক্ষার্থী-অভিভাবক সবার সহযোগিতা পেয়েছি। এবার প্রশ্ন ফাঁস হয়নি।’ সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এটিই ছিলো বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।

ভেজাল ওষুধ দেশে আমদানি চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার: ক্যান্সার প্রতিষেধকসহ জীবনরক্ষাকারী ভেজাল ওষুধ চীনে তৈরি করে দেশে আমদানির করা চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে আটক করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। আটককৃতরা হলেন রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদ। গতকাল শুক্রবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় গোডাউন থেকে ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। আটককৃতরা প্রায় সময়ই চীনে যাতায়াত করতেন। সেখানে গিয়ে চাহিদা অনুযায়ী ভেজাল ওষুধ তৈরির অর্ডার দিতেন। ক্যালসিয়াম ক্লোরাইডসহ নিম্নমানের উপাদান দিয়ে নামি-দামি জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হতো। এরপর ইলেক্ট্রনিক্স সামগ্রি আমদানির আড়ালে কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এসব ওষুধ কন্টিনারে করে আমদানি করতো এ চক্র।