সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৫ দিনের পূর্বাভাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গতকালও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) ঃ সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা ঃ এই সময়ের শুরুতে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।