দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন
কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপনির্বাচনে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। উপনির্বাচনে আত্তাব হালসোনা বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি ২৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনিছুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ভোট। এ উপনির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাহাঙ্গীর আলম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৪ ভোট, ইন্নাল শেখ ভ্যানগাড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ২২৪ ভোট, জয়নাল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৭ ভোট ও শাহিন হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৫ ভোট। উপনির্বাচনে মোট ভোটার ছিলো ১ হাজার ৭০৬জন। এর মধ্যে ১ হাজার ৪৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৩১ ভোট। অনুপস্থিত ছিলো ২৪৬ ভোটার।
উল্লেখ্য, উপজেলার নবগঠিত নাটুদাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম রবি বাবু চলতি বছরের ২০ জুন মারা যান। যার ফলে এ ওয়ার্ড শূন্য হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার এ ওয়ার্ডে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। নির্বাচনে আত্তাব হালসোনা বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।